পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২০ ও তাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ৭নং দেবনগর ইউনিয়নের বধ্যভূমি স্মৃতিসৌধতে (গণকবর) স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সন্ধ্যা পনে ৭টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় বীর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন