পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২০ ও তাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন পালিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ৭নং দেবনগর ইউনিয়নের বধ্যভূমি স্মৃতিসৌধতে (গণকবর) স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মাসুদুল হক, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সন্ধ্যা পনে ৭টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় বীর শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।