পঞ্চগড়ে আম বাগানে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
পঞ্চগড় বোদা উপজেলায় আম বাগান থেকে শহীদা বেগম (৪৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিকাই কামাত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধু ওই এলাকার মোঃ আওরঙ্গজেব এর সহধর্মণী ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী আওরঙ্গজেব তার পিতা-মাতা মৃত্যুবার্ষিকী প্রতি বছরে পালন করে আসেন। তিনি বলেন করোনার কারণে প্রায় তিন বছর ধরে আয়োজন করা সম্ভব নাই। বৃহষ্পতিবার রাতে শশুর-শাশুরীর জন্য মৃত্যুবার্ষিকী পালনে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। পূর্বের মৃত্যুবার্ষিকী মিলাদ মাহফিলে পারিবারিক ঝগড়াঝাটি হয়। মাহফিল কেন্দ্র করে শহীদা বেগম রান্নাবান্না করবে না এবং সেই সাথে দাওয়াতের কোন খাবার খাবেন না। এদিকে ছেলে রাগ করে মাকে বলেন না খেলে বাড়ি থেকে বের হয়ে যান। সেই রাগ ও আবেগে শহীদা বেগম রাত ৯ টার সময় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সে সময়ে তাকে খুজাখুজি না করলে ১ ঘন্টা পর বাড়ির লোকজন তাকে এলাকায় বিভিন্ন জয়গায় খুজাখুজি করলে না পেয়ে পরের দিন শুক্রবার সকালে ওই এলাকার একটি আম বাগানের গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরবর্তিত্বে বোদা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী মৃতদেহটি সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন