পঞ্চগড়ে ইউপি সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মামলার প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন করেন ।

বৃহষ্পতিবার (১০ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের হল রুমে ইউপি সদস্যদের লিখিত বক্তব্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সুরাইয়া বেগম উপস্থিত থেকে তাদের লিখিত বক্তব্যে জানান, ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকার মোছাঃ শাহার বানু ¯^ামী লতিফুর রহমান আমার নির্বাচনী এলাকার সন্মানিত নাগরিক ও ভোটার। আমার সাবেক নির্বাচনী প্রতিদন্দীর একটি কু-চক্র,ষড়যন্ত্র ও কু-পরামর্শের ব্যাক্তি তাদের প্রভাবে আমাদের বিরুদ্ধে মোছাঃ শাহার বানু তার বাড়ির আসবাব পত্র, গরু,ছাগল, এবং জমি বিক্রি করে দিয়ে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা আত্বসাৎের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে গত ২৩ অক্টোবর রবিবার পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের উপর ভিত্তি করে নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল হক গত ২৬ অক্টোবর পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ বিষয়টি অবহিত করে সরজমিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রেরণের নির্দেশ প্রদান করেন। এদিকে সরজমিনে তদন্ত শেষ না হওয়ায় গত ৬ নভেম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ ঘটনায় সুনিদ্রিষ্ট সুষ্ঠতদন্ত সাপেক্ষে স্থানীয় প্রশাসনের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনে জোর দাবী জানাই।