পঞ্চগড়ে করোনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় আবুল হোসেন (৭২) নামের এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু খবর পাওয়া গেছে।

শনিবার সকালে বাসভবনে আইসলিশনে থাকা অবস্থায় বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু নিশ্চিত হয়।

সে বোদা উপজেলার পৌরসভার জামাদার পাড়া এলাকার মৃত চাঁন মামুনের ছেলে।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস আই এম রাজিউল করিম রাজু তিনি জানান, আবুল হোসেন প্রায় দশ দিন ধরে বাড়িতে আইসলিশনে থাকা অবস্থায় জ্বর এবং শরীরের ব্যাথায় ভুগতেছিলেন। এনিয়ে তিনি ২৭ জুন স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করালে করোনা পজিটিভ সনাক্ত হন। পরবর্তীতে তাকে হোম আইসলিশনে রেখে স্বাস্থ্য চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে বাড়ি থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়।

এব্যাপারে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী তিনি জানান, তার গ্রামের বাড়ি সাকোয়া ইউনিয়নে তার পারিবারিক কবর স্থানে দাফন সম্পর্ন করা হয়।

এদিকে পঞ্চগড় সিভিল সার্জন বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্তে পজিটিভ মোট ১১৪৪ জন এবং স্বুস্থ্য হয়েছেন ৮৮৫ জন এবং হোম আইসলিশনে চিকিৎসা অবস্থায় রয়েছেন ২৭৩ জন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীনে রয়েছে ৬ জন করোনা পজিটিভ রোগী এবং এ জেলায় মোট করোনায় মৃতের সংক্ষ্যা ২৬ জন।