পঞ্চগড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

পঞ্চগড় সদর উপজেলার দশমাইলে বিদ্যুতের পোলবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পঞ্চগড়-তেতুলিয়া রোডের দশমাইল নামক বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিদ্যুতের পোলবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে আত্মীয়স্বজনরা হাসপাতালে ভিড় করছেন।

এ দুর্ঘটনায় আহত হাসপাতালে ভর্তি একজন জানান, আমি ও আমার মা ওই বাসেই ছিলাম। আমি সীটে বসা ছিলাম কিন্তু আমার মা ছিল ওই বাসের ইঞ্জিনে বসা। সীটের তুলনায় ওই বাসে যাত্রী ছিল অতিরিক্ত। দুর্ঘটনার পর আমি নিজেই বাস থেকে কয়েকটি লাশ টেনে বের করেছি।

বাসের চালকের বিষয়ে তিনি বলেন, যে ড্রাইভার বাসটি চালাচ্ছিলেন সে অরজিনাল ড্রাইভার ছিল না। সে বারবার জিজ্ঞেস করে বাসের গিয়ার চেঞ্জ করছিল। তার চালানো দেখেই মনে হচ্ছিল সে হয়ত বাসের হেলপার হতে পারে।