পঞ্চগড়ে সালানা জলসাকে কেন্দ্র করে ঘরবাড়িতে আগুন ও ভাংচুরের দায়ে পুলিশ অভিযানে ১৮ জন আটক

পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসা কেন্দ্র করে স্থানীয় মুসল্লিদের সংঘর্ষের তৃতীয় দিনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মতায়ন করছে স্থানীয় প্রশাসন এবং এ ঘটনায় জড়িত ও গুজব রটানো ব্যাক্তিদের সনাক্ত করে বিষেশ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

শনিবার ( ৪ মার্চ) দিবাগত রাতে পুলিশের চিরুনী অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করেছে পুলিশ।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়. শনিবার রাতে ৯টার সময় পঞ্চগড় জেলা শহরে কাদিয়ানী সম্প্রদায়ের লোকজন স্থানীয় দুই জন মুসলমানকে তারা জলসায় ধরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করেছে মর্মে গুজব সৃষ্টি করে এবং ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেয় এই অবস্থায় সাধারণ মুসলমানদের উত্তিজীত জনতা পঞ্চগড় বাজারে ভাংচুর লুটপাটের সাথে জড়িত ১৮ ব্যাক্তিকে গ্রেপ্তার করে।

আরও জানা যায়,পৌর বিএনপি যুগ্ন আহবায়ক পঞ্চগড় মোঃ ফজলে রাব্বি (৩০) আটক করা হয়েছে। আটককৃত নেতা পঞ্চগড় সদর পৌরসভার রাজনগর এলাকার সোলেমান আলি ছেলে। ফজলে রাব্বি আরও এক বিএনপি অজ্ঞাত নেতা সহ মটর সাইকেল যোগে শহরের বিভিন্ন স্থানে হত্যার গুজব ছড়ায় বলে জানিয়ে পুলিশ।

এদিকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক শহরের জনসমাগম স্বস্তি ফিরে এসেছে এবং ভারি যানবাহন চলাচল করেছে।