পটুয়াখালীর কলাপাড়ায় ২ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার
পটুয়াখালীর কলাপাড়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধাবার (২৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম বাদুরতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় একটি ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো এসব মাদক উদ্ধার করা হয়। আটক কবির হোসেনের বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউপির বাঁশবুনিয়া গ্রামে। এছাড়া অপর কারবারি আল-আমিনের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউপির পূর্ব রজপাড়া গ্রামে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। গলাচিপা থেকে এই মাদক বিক্রির জন্য কলাপাড়ায় নিয়ে আসা হয়েছে। তাদের মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন