পটুয়াখালীর কলাপাড়ায় চালককে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার-২
পটুয়াখালীর কলাপাড়ায় চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের পর ২৪ ঘন্টার ব্যবধানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ১১টার দিকে উপজেলার ধানখালী ইউপির মরিচবুনিয়া চার রাস্তার মুখ থেকে চালক রুমান শিকদারের প্লাটিনা মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায় রাকিব (২২) ও মনির (২৫) নামের দুই যুবক। খবর পেয়ে পুলিশ আহতাবস্থায় রুমানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে অভিযান চালিয়ে সোমবার রাতে আমতলী উপজেলার টেপুড়া গ্রাম থেকে রাকিবকে মোটর সাইকেলসহ আটক করা হয়।
আটকের পর রাকিবের দেয়া তথ্যানুযায়ী পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রাম থেকে মনিরকেও আটক করা হয়।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুর রহমান জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দু’জনই পেশাদার ছিনতাইকারী বলে স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন