পটুয়াখালীর কলাপাড়ায় আড়াই লাখ চিংড়ি রেনু জব্দ

পটুয়াখালীর মহিপুরে ২ লাখ ৫০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৎস্য বন্দর আলীপুরে শেখ জামাল সেতু সংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। তবে সেসময় কেউ আটক হয়নি।

পরে জব্দকৃত চিংড়ি রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন নিজামপুর কোস্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং, উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা মহসিন রেজাসহ কোস্টগার্ডের সদস্যরা।

নিজামপুর কোস্টগার্ডের পেটি অফিসার হরি প্রসাদ সিং জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।’