পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রী ধর্ষনের অভিযোগ, পিতা ও দুই পুত্র আটক

পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইউসুফ শিকদার (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সহায়তার অভিযোগে ওই যুবকের পিতা ও ভাইকেও আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ইউসুফ শিকদার নীলগঞ্জ ইউনিয়নের ইটবাড়িয়া এলাকার লতিফ ফরাজীর পুত্র। তবে তিনি ওই এলাকার খলিল শিকদারের পালক পুত্র।
আটক অপর দুই ব্যক্তি হলেন ইউসুফের পালক পিতা খলিল শিকদার ও তার পালক ভাই হাসান শিকদার।

মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে নীলগঞ্জ ইউনিয়নের ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে।

এর আগে সোমবার রাতে ধর্ষনের অভিযোগে কলাপাড়া থানায় বাদি হয়ে তিন জনের নাম উল্লেখ করে মামলা করেন ছাত্রীর পিতা।

মামলা সূত্রে জানা যায়, ইউসুফ শিকদার দীর্ঘদিন যাবৎ ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে অবহিত করলে তার পিতা ইউসুফকে সাবধান করে এবং তার পরিবারকে জানায়। গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী তার এক প্রতিবেশীর বাড়িতে গেলে সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে ইউসুফ তাকে বাবা এবং ভাইয়ের সহযোগীতায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে হুজুর ডেকে জোরপূর্বক কিশোরীকে বিবাহ করে। এছাড়া ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে ফেরৎ না দিয়ে জোরপূর্বক আটকে রেখে ধর্ষন করে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তসহ আসামীদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এদিকে, ঘটনাটি প্রেমের সম্পর্কে বলে স্থানীয় অনির্ভরশীল সূত্রে জানা গেছে।