পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত দুই শতাধিক নৌকা

আগামি ২১ মার্চ সোমবার দেশের বৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র’র উদ্বোধন করতে পটুয়াখালীর কলাপাড়ায় আগমন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষে সকল ধরণের প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষ। তবে বঙ্গবন্ধু কন্যার শুভ আগমনি বার্তায় রং তুলির আচরে দুই শতাধিক নৌকা সাজিয়ে তোলা হয়েছে লাল সবুজের পতাকাসহ জাতীর জনকের স্থিরচিত্র দিয়ে। আর রংঙ বেরঙের এমন দৃশ্য দেখতে নৌকাগুলোর কাছে ভীড় করছেন শত শত উৎসুক মানুষ।

উপজেলার মহিপুর সদর ইউপির নজীবপুর গ্রাম লাগোয়া আন্ধারমানিক নদী মোহনায় চলছে বাহারি রকমের এ নৌকার সাজসজ্জার কাজ। এতে স্থানীয়সহ বেজায় খুশি আওয়ামী দলীয় নেতাকর্মীরা।

তারা বলছেন, প্রধানমন্ত্রী কলাপাড়ায় ব্যপক উন্নয়ন করেছেন, তার আগমনের জন্য এমন সাজ সজ্জা তেমন বেশি কিছু নয়।

স্থানীয় শাহিন জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী কলাপাড়ায় আসবেন এ কথা শুনেই ভালো লাগছে। তাই কৌতুহল নিয়ে আগ বাড়িয়ে নৌকাগুলো দেখতে এসেছি। তাকে কাছ থেকে দেখার ভীষন ইচ্ছা রয়েছে।

নৌকা সাজসজ্জার কাজে দায়িত্বরত কুয়াকাটার বাসিন্দা মো. নিজাম শেখ জানান, চারুকলা ইনষ্টিটিউটের ১০ জন শিক্ষার্থী এ নৌকাগুলোকে প্রস্তুত করেছেন। প্রায় এক সপ্তাহ প্রচেষ্টার পর এ সাজসজ্জার কাজ প্রায় শেষের দিকে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রতিটি নৌকায় রং বেরঙের পোশাকে ৫ জন করে ১১শ‘ জন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক জানান, আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা থেকে এই ইভেন ম্যানেজমেন্ট পরিচালনা করা হচ্ছে। নৌকাগুলো শীঘ্রই হয়তো সাজিয়ে রাখা হবে।