পটুয়াখালীর কলাপাড়ায় বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/20211217_004959.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবস ও সূবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির সুর্য সস্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন অনার্স কলেজ মিলানায়তনে ১২৬ জন বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মহিববুর রহমান মুহিব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জমিস, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা।
পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা প্রসাশন থেকে উন্নতমানের খাবার ও উপহার সামগ্রী দেয়া হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন