বগুড়ার শিবগঞ্জের অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার ৫০বছর সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সকালে বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর, বিদ্যালয়ের শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

বিভিন্ন খেলাধুলা শেষে দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে শহীদ স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম।

ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মাছুরা খানম, সারোয়ার হোসেন, নারগীছ আক্তার, কামরুন্নাহার, সহকারি শিক্ষক সোনিয়া পারভিন, ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র প্রমুখ। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান মন্ত্রীর শপথ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।