পটুয়াখালীর কলাপাড়ায় ১১ হাজার ৯৪৫ মিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/KALAPARA-NEWS-PIC-29.04.22-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পটুয়াখালীর কলাপাড়ায় ১১ হাজার ৯৪৫ মিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহষ্পতিবার শেষবিকালে উপজেলার ধুলাসার ইউপির চাপলী বাজার থেকে আলীপুর বাজার পর্যন্ত এর উদ্বোধন করেন পটুয়াখালী ০৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান। এসময় উপজেলা মহিলা আওয়ামী লীগ’র আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা,ইউনিয়ন আওয়মী লীগ’র নেতৃবৃন্দসহ আওয়ামী দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সড়ক পূর্নবাসন জিওবি প্রকল্পের আওতায় এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন যাবৎ ভগ্নদশায় থাকা এ সড়কটি দিয়ে চলাচলে ভোগান্তী পোহাচ্ছেন পথচারীসহ যানবাহন চালকরা। ফলে সড়কটি পূর্ণনির্মান হলে ভোগান্তী কমবে বলে অভিমত স্থানীদের।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন