পটুয়াখালীর কলাপাড়ায় ৬৬ হাজার ৯১৬ হতদরিদ্র পরিবার পাবে ১০ কেজি করে চাল
পটুয়াখালীর কলাপাড়ায় ৬৬ হাজার ৯১৬ হতদরিদ্র পরিবার পাচ্ছে বিনামূল্যের ১০ কেজি করে চাল। ঈদ-উল-আযহা উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার হতদরিদ্র, দুস্থ পরিবার এ সুবিধা পাচ্ছে। দু’এক দিনের মধ্যেই দুস্থ ও হতদরদ্রি পরিবার গুলোর মাঝে এ চাল বিতরন সম্পন্ন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভার ৬৬ হাজার ৯১৬ দরিদ্র পরিবারকে ১০ কেজি হারে চাল বিতরনের জন্য ৬৬৯.১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতোমধ্যে খাদ্য গুদাম থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কর্তৃপক্ষের অনুকূলে সরবরাহ করা হয়েছে। দুই এক দিনের মধ্যেই দুস্থ ও হতদরদ্রি পরিবার গুলোর মাঝে এ চাল বিতরন সম্পন্ন করা হবে।’
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহিদুল হক জানান, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের সংখ্যা পুন:বিভাজন করে তালিকা প্রস্তুত করে কোভিড-১৯ বিস্তার রোধকল্পে কর্মহীন দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ট্যাগ অফিসারের উপস্থিতিতে এসব চাল বিতরন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন