পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে ২ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা
পটুয়াখালীর গলাচিপায় পূর্ব শত্রুতার জের ধরে দুই জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলার শিকার ২ জনের অবস্থাই আশঙ্কাজনক।
গুরুতর আহত ২ জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে গলাচিপা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
সোমবার (২জানুয়ারি) রাত ৭:৩০ সময় পটুয়াখালী গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৭নং পূর্ব আটখালী গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন-মো: কামাল মোল্লা (৪০)ও মোঃ আলমাজ মোল্লা (৩২)।আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বাদী কালাম মোল্লা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বের পান চুরির একটি মামলা নিয়ে এই ঘটনার সূত্রপাত । জানা গেছে পূর্বের মামলার বাদী বিবাদী এক হয়ে যাওয়ার কারনে হামলা কারি মামুন সিকদার ও তার লোক জন পথে ঘাটে বাদী কালাম মোল্লা সহ তার ছেলেদের আজে বাজে কথা বলে।
আহতদের বড় ভাই জামাল মোল্লা তাদের কথার উত্তার দিলে মাথায় ইট দিয়ে আঘাত করে । আহত জামাল মোল্লা ঘটনার আগের দিন গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গলাচিপা থানার কর্মকর্তা ওসি সনিত কুমার ঘাইন। তিনি জানান, পূর্ব শত্রুতার সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে।এই ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গলাচিপা আদালতে ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।
উক্ত মামলায় ৫ জন আসামী করা হয় । আসামীরা হল পূর্ব আটখালী গ্রামের মোঃ মতলেব সিকদারের ছেলে মোঃ মামুন সিকদার (৩২) ও মোঃ সোহেল সিকদার(৩৮) ,আলাউদ্দিন সিকদারের ছেলে মনির সিকদার, আটখালী গ্রামের মোঃ মোমেন ও মোঃ বাহাদুর মৃধা সহ আরও অজ্ঞাত ২৫/৩০ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন