পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টালো বাস, নিহত ৪
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে চার জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১২ জন।
বুধবার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ভোর সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।
বগুড়া ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী যাত্রীবাহী সাদ্দাম পরিবহনের বাসটি আজ ভোর সাড়ে ৬টার দিকে মোকামতলার বিহারপুর এলাকায় পৌঁছে। এসময় রাস্তার থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান বাসটির চালক। এতে বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ওই পথচারি ও বাসের দুই যাত্রীসহ তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
দুর্ঘটনায় ১৩জন আহন হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো এক যাত্রী মারা যান।
নিহত তিন যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে যে পথচারিকে বাঁচাতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে নিহত সেই পথচারীর নাম আব্দুল জোব্বার (৫৫)। তিনি হরিরামপুর গ্রামের বাসিন্দা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন