পশু পালনে আগ্রহী করতে খামারীদের প্রণোদনা সহায়তা দিতে হবে : এমপি জিন্নাহ্
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, “বর্তমান সরকার প্রাণিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, বর্তমানে খামারীরা উন্নত জাতের পশু লালন পালন করে আর্থিক স্বচ্ছলতা লাভে হিমসিম খাচ্ছে, দেশে উন্নত জাতের গাবাদি পশু লালন পালন করতে পারলে, দেশে মাংসের চাহিদা মিটানো সম্ভব হবে এবং আমিষ এর অভাবও পূরন হবে, খামারীদের পাশে থেকে তাদেরকে পরামর্শসহ গবাদি পশু লালন পালনে আরও আগ্রহী করতে হবে, বর্তমানে গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ খামারীরা বিপাকে পড়ছে, প্রয়োজনে খামারীদের সরকারিভাবে আরও প্রণোদনা সহায়তা দিতে হবে, অন্যথায় তারা গবাদিপশু লালন পালনে আগ্রহ হারিয়ে ফেলবে”।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে প্রদর্শনী মেলায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম।
এতে আরোও বক্তব্য রাখেন রায়নাগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সুফল ভোগী জুয়েল মোল্লা প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে প্রধান অতিথি প্রাণিসম্পদ কার্যালয়ে মেলায় অংশ নেওয়া ৩০টি স্টল পরিদর্শন করেন।
প্রসঙ্গতঃ “স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শিবগঞ্জে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন