নেত্রকোনার মদনে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন অনুষ্ঠিত

স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ গড়ার স্রোগানকে
সামনে রেখে পশুপ্রাণী পালনে বেকারত্ব দূরীকরনের লক্ষ্যে মদন উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের পাবলিক হল মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তায়রান ইকবাল উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে প্রাণী সম্পদ পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যুবকরা অর্থনীতিতে ভূমিকা রেখে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, মদন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেন, গণমাধ্যম কর্মী মোঃ মোশাররফ হোসেন, কামাল মন্ডল, ইমরান হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।খামারিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ ইয়াছিন শেখ,দিনব্যাপী প্রদর্শনীতে ৪০ টি স্টল অংশ গ্রহন করেন। এতে দেশি বিদেশি বিভিন্ন প্রকার পাখি ষাড় গরু, গাভী গরু, ছাগল,ভেড়া,বিড়াল, কবুতর,হাস- মুগরি প্রদর্শন করা হয়।