পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন
বিশ্বকাপে সরফরাজ-আমিরদের জার্সি উন্মোচন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে এ জার্সি প্রকাশ করে কর্তৃপক্ষ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাইল হয়ে গেছে।
চিরাচরিতভাবে পাকিস্তানের বিশ্বকাপ জার্সিতে প্রাধান্য পেয়েছে নীল রঙের সমারোহ। এবারের রঙটি আরও গাঢ় ও উজ্জ্বল। জার্সির পেছনে রয়েছে খেলোয়াড়দের নাম ও নম্বর। এগুলো সাদা রঙের। এর ওপরে আছে তারকাচিহ্নিত দেশের পতাকা।
এ ছাড়া সরফরাজদের জার্সির সামনে বুকের বামপাশে রয়েছে একটি তারকা এবং ডানপাশে বিশ্বকাপের অফিসিয়াল লোগো। ক্যাপও জার্সির আদলে তৈরি। এতে আছে গাঢ় ও উজ্জ্বল নীল রঙের ছোঁয়া।
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১৪ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে এ মেগা ইভেন্টের। আর ৩১ মে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে পাকিস্তান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন