পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ২০০ ছাড়িয়েছে
গত সপ্তাহে পাকিস্তানে পাঞ্জাবের সড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল নিতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে গেছে, জানিয়েছে বিবিসি।
২৫ জুন দক্ষিণ আহমেদপুরের কাছাকাছি এলাকায় তেল বহনকারী ট্যাংকারটি উল্টে গেলে তেল সংগ্রহের জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক গ্রামবাসী ভিড় করে। এ সময় বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আশপাশের ৬টি গাড়ি ও ১২টি মোটরসাইকেলও পুড়ে যায়।
উদ্ধার কাজে থাকা এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তেল সংগ্রহের সময় কেউ সম্ভবত সেখানে লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করেছিলেন।
এ ঘটনায় ১৫০ জনের নিহতের কথা বলা হলেও স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অনেকেই নিহত হয়েছেন পরবর্তীতে, নিহতের সংখ্যা কমপক্ষে ২০৬ হবে।
নিহতদের মধ্যে অনেকেই গুরুতর অগ্নিদগ্ধ হওয়ার কারণে তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর নিহতদের মধ্যে ১২৫ জনের গণজানাযা অনুষ্ঠিত হয়। সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন