পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার কদর বোঝেনি : সাকলাইন মুশতাক
পাকিস্তান ক্রিকেটের অন্যতম কিংবদন্তি অফস্পিনার ছিলেন সাকলাইন মুশতাক। দেশের চেয়ে বিদেশে তার আলাদা কদর আছে। বাংলাদেশে চুক্তিতে কাজ করে গেছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।
সাকলাইন মুশতাক এখন কাজ করছেন ইংল্যান্ডের স্পিন উপদেষ্টা হিসেবে। দেশের বাইরে তার যতই কদর থাক না কেন! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে তার সিকি পরিমাণও পাননি তিনি।
সেই হতাশা প্রকাশ করেই সাকলাইন বলেছেন, পাকিস্তানের জন্য আমি রক্ত, ঘাম, অশ্রু দিয়েছি। কিন্তু দেশের পক্ষ থেকে আমার কদর করা হয়নি। এমনকি ওয়াকার ইউনুস দায়িত্ব ছাড়ার পরও আমি প্রধান কোচের পদে আবেদন করেছিলাম। পরে জানতে পারি, আমার সেই আবেদন গ্রহণই করা হয়নি।
শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়! পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) জায়গা হয়নি তার। ৪১ বছর বয়সী সাবেক এই স্পিনার বলেন, পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার সময় আমি একটি পদের জন্য আবেদন করেছিলাম। সেখান থেকেও কোনো জবাব পাইনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন