পাট দিবস উপলক্ষে হাতিরঝিলে নৌকা শোভাযাত্রা
আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আয়োজনে এ শোভাযাত্রা উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। কারওয়ানবাজার-এফডিসি নৌঘাটের অদূরে হাতিরঝিলে নৌকা শোভাযাত্রা দেখতে শত শত উৎসাহী মানুষ ভিড় করে।
হাতিরঝিলে ভাসমান নৌকাগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বড় বড় পোস্টারের পাশাপাশি পাটের ব্যবহার উদ্ধুদ্ধকরণে নানা প্লাকার্ড দেখা যায়। গানের মাধ্যমে পাটের অতীত ও বর্তমান ঐতিহ্য তুলে ধরে হয়।
বিজেএমসির কর্মচারী শহীদুল ইসলাম বলেন, আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে গত দুদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলছে। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন