পাট দিবস উপলক্ষে হাতিরঝিলে নৌকা শোভাযাত্রা

আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা বের হয়।

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আয়োজনে এ শোভাযাত্রা উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। কারওয়ানবাজার-এফডিসি নৌঘাটের অদূরে হাতিরঝিলে নৌকা শোভাযাত্রা দেখতে শত শত উৎসাহী মানুষ ভিড় করে।

হাতিরঝিলে ভাসমান নৌকাগুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বড় বড় পোস্টারের পাশাপাশি পাটের ব্যবহার উদ্ধুদ্ধকরণে নানা প্লাকার্ড দেখা যায়। গানের মাধ্যমে পাটের অতীত ও বর্তমান ঐতিহ্য তুলে ধরে হয়।

বিজেএমসির কর্মচারী শহীদুল ইসলাম বলেন, আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে গত দুদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলছে। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।