পাবনার আটঘরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি ‍শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) আটঘরিয়া থানা পুলিশের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টার দিকে একটি র‍্যালি থানা চত্বর থেকে শুরু হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জহুরুল হক, একদন্ত ইউপি চেয়ারম্যান মো. আলাল সরদার, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসান বাশির।

উক্ত আলোচনা সভায় বক্তরা, মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পদক্ষেপের সাথে জনগণকে সচেতন থাকার আহবান জানান। বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি জনতার সচেতনতাই সাম্প্রদায়িক বিশৃঙ্খলাকারীদের অপ্রচেষ্টা রোধ করতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যেকোন বিশৃঙ্খলা কিংবা আইন অমান্যের ঘটনা ঘটলে সবার আগে পুলিশের সরণাপন্ন হতে হবে, সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

এসময় সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।