পাবনার আটঘরিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
সোমবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত মাসিক সভায় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার তহুরা, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমুখ।
এ সময় আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা তৌহিদুর ইসলাম, আইসিটি অফিসার রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা তথ্য আপা সানজিদা আক্তার তুলিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন।
মাসিক আইন-শৃঙ্খলা সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে চুরি ডাকাতি ছিনতাই অহরহ বেড়ে চলেছে।
সম্প্রতি আটঘরিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোতালিব কমান্ডারের বাড়িতে কালো মুখোশধারী ডাকাত দল বাড়ীর সবাইকে জিম্মি করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। বক্তারা আরও বলেন, রাতে কিছু অচেনা মানুষ বিভিন্ন বাজার ও গ্রামে ঘুরাঘুরি করতে দেখা যাচ্ছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং রাতে পুলিশ টহল জোরদার করার আহবান জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন