পাবনার চাটমোহরে ওরশ শরীফে সংঘর্ষ: ১০ জন আহত
পাবনার চাটমোহর উপজেলার লাউতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘দরবেশ মঙ্গলসাই আল চিশতিয়া চন্ডিপুর হুজুরের স্মরণে অনুষ্ঠিত ওরশ শরীফে নাচ-গানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১১টার দিকে।
জানা গেছে, বুধবার সন্ধ্যার পর লাউতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাউতিয়া গ্রামবাসীর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন গুরু এই ওরশ শরীফের আয়োজন করেন। ওরশের অনুষ্ঠান সূচিতে ছিল গুরু দর্শণ, আলোচনাসভা, লালন সঙ্গীত ও ভাব বিচ্ছেদ সঙ্গীত। বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষ শিল্পীদের আনা হয় গান গাওয়ানোর জন্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, ইউপি সদস্য রোকনুজ্জামানসহ অন্যরা। রাত ১০টার পর থেকে শুরু হয় গানের অনুষ্ঠানে। গানের সাথে নাচ শুরু করে এলাকার কতিপয় যুবক।
এসময় মঞ্চের সামনে থাকা গ্রামের কতিপয় ব্যক্তি নাচে বন্ধের কথা বললে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘষের সময় অনুষ্ঠান ভন্ডুল হয়ে যায়। নারী-পুরুষ এদিক সেদিক দৌড়াতে থাকে। সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হন। এদের মধ্যে ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- চাটমোহর লাউতিয়া গ্রামের আলিফ উদ্দিন (২০), চাঁদ আলী (২৪) ও ইউসুফ আলী (৩৫),পাবনা হাসপাতালে বলাই প্রাং (২৫) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সবুজ হোসেন (২৫)। এদের মধ্যে সবুজের অবস্থা আশঙ্কাজনক।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন গুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজেরাই নাচ গানের সময় এই গন্ডগোল শুরু করে। অনেকেই আহত হয়েছে। এরমধ্যে ৫জন হাসপাতালে আছে। বিষয়টি কাম্য ছিলনা।
জানা গেছে, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন