পাবনার চাটমোহরে জলবায়ু ন্যায্যতার দাবিতে বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত
‘জ্বালানী নির্ভরতা কমাতে সাইকেল চালান’ এ শ্লোগানকে সামনে নিয়ে জলবায়ু ন্যায্যতার দাবিতে শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র্যালী।
সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল হাইস্কুল মাঠ বালুচরে সাইকেল র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল। ওয়াটার কিপার বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও র্যালীর উদ্বোধন করেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু।
হারডোর নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোখলেসুর রহমান বিদ্যুৎ, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমুখ।
র্যালীতে অর্ধশতাধিক ব্যক্তি সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন