পাবনার ভাঙ্গুড়ায় খাল খননের ঝুঁকিতে থানা ভবন!
পাবনার ভাঙ্গুড়ায় রেল কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ অমান্য করে রেলের খালে নালা খনন করায় উপজেলার নবনির্মিত থানা ভবনের সীমানা প্রাচীর ধ্বসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ খালটি উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সেলিম হোসেন ডলারের দখলে রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গত ২০ বছর ধরে দখলে রাখা এ খালে ডলার মাছচাষ করেন। খালে এক রাস্তা সংলগ্ন পাড়ে তিনি ২০১৮ সালে আরসিসি ভীত দিয়ে একটি ভবন নির্মাণ শুরু করলে গণপূর্ত বিভাগ ও রেল কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেয়। এর কিছুদিন পর সব দপ্তর ম্যানেজ করে তিনি ভবন নির্মাণকাজ শেষ করেন। একই সময়ে খালের আরেক পাশে নতুন থানা ভবন নির্মাণ শুরু হয়। থানা ভবনের কাজ শেষ হলেও প্রশাসনিক কাজ শুরু হয়নি।
বুধবার (২ ফেব্রুয়ারি) সরেজমিন দেখা যায়, খালের ভেতরে থানা ভবনের সীমানা প্রাচীরের পাশে খনন করা হচ্ছে। পুরো খাল এলাকার মাটিতে বালির পরিমাণ বেশি হওয়ায় আগামী বৃষ্টির মৌসুমে সীমানা প্রাচীর ও সড়ক ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে কথা বলতে সেলিম হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে কানুনগো পাঠিয়ে মাটি কাটতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি না মানায় দ্রæত অভিযান চালানো হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন