পায়রার তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে বের হচ্ছে ধোঁয়া; বিকালে জাতীয় গ্রীডে যুক্ত হবে বিদ্যুৎ

পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের চুল্লি থেকে বের হচ্ছে ধোয়া। বিকাল চারটায় উৎপাদনে যাবে কেন্দ্রটি।

রোববার (২৫ জুন) সকাল থেকে একটি ইউনিটের চুল্লি থেকে ধোয়া বের হতে দেখা যায়। আর কর্তৃপক্ষ বলছে বিকালে উৎপাদন শুরু হলে সরাসরি জাতীয় গ্রীডে যুক্ত হবে বিদ্যুৎ। ফলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটা কমবে বলে আশা করছেন তারা। আর সাধারণ মানুষ বলছেন, চলমান বিদ্যুৎ সঙ্কটের মধ্যে এটি খুশির খবর।

এর আগে ৪১ হাজার ২০৭ মেট্রিকটন জ্বালানী নিয়ে ইন্দোনেশিয়ার বালিক পাপান বন্দর থেকে পায়রা বন্দরে পৌঁছায় মাদার ভ্যসেল অ্যাথেনা। পরে ভ্যাসেলটি শুক্রবার তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পৌঁছালে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়। এর মধ্যেদিয়ে জ্বালানী পেয়ে সকাল থেকে সচল হয় কেন্দ্রটি।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, জ্বালানী পেয়ে সকাল থেকে একটি ইউনিট সচল হয়েছে।

বিকাল ৪টার মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে জাতীয় গ্রীডে যুক্ত হবে। এছাড়া এই পাওয়ার প্লান্টের ২য় ইউনিটও আশা করা যায় অল্প সময়ের মধ্যেই সচল হবে।