পাহাড়ি বনে আগুনে আটকা পড়েছে ২০ ছাত্র
ভারতের তামিলনাড়ু রাজ্যের কুরেঙ্গিনি হিলে ২০ ছাত্র আগুনের মধ্যে আটকা পড়েছে। আটকাপড়া ছাত্রদের উদ্ধারে বিমান বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। রোববার কেরালার মুন্নার থেকে পাহাড় বেয়ে নেমে আসার সময় এ দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
রাজ্যের মুখ্যমন্ত্রী ইডাপাডি পালানিস্বামির অনুরোধে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন ভারতীয় বিমান বাহিনীকে আটকে পড়া ছাত্রদের উদ্ধার করতে অনুরোধ জানিয়েছে। সাদার্ন কমান্ড বাহিনী থেনির কালেক্টরের সঙ্গে যোগাযোগ করছে।
রাজ্যের সহ-মুখ্যমন্ত্রী ও পানিরসিল্ভামও সেখানে গিয়েছেন বলে জানিয়েছে পত্রিকাটি। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ওই ছাত্ররা কেরালার মুন্নার থেকে পাহাড় বেয়ে থেনিতে নেমে আসছিল। সেখানে বছরের এই সময়ে জঙ্গলের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। বিশেষ করে থেনি ও পালানি জেলায় এই ঘটনা বেশি ঘটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন