পাহাড় ধসে নিহতদের জন্য মাশরাফির শোক
একদিন পর ভারতের বিপক্ষে এজবাস্টনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল। বাংলাদেশ দলের জন্য বড় কঠিন পরীক্ষা। কিন্তু এই সময়টাতে বাংলাদেশ দল এর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বুকে ঠিকই রক্তক্ষরণ। সেটি চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধস ও গাছচাপা পড়ে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর খবরে। দূর ইংল্যান্ড থেকে টাইগার অধিনায়ক নিহত সবার জন্য দোয়া করছেন। আর উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনা সদস্যদের ‘বীর’ আখ্যা দিলেন।
সর্বশেষ যে হিসেব তাতে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ওই তিন জায়গায় মৃতের সংখ্যা ১৩৭। ভয়াবহ ব্যাপার। রাঙামাটিতে আবার উদ্ধারের কাজ করতে গিয়ে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। এসব খবর জেনে বিমর্ষ মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে বুধবার সকালে প্রকাশ করেছেন শোক। লিখেছেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমিধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি ।’
নিজে মাঠের যোদ্ধা। তবে বরাবর দেশের বিপদে দেশরক্ষার কাজে এগিয়ে থাকা সেনাবাহিনীর ব্যাপারে মাশরাফির দুর্বলতা আছে। তাই যখন শুনলেন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে এবার প্রাণ দিলেন আরো কয়েকজন সেনা সদস্য, তখন মাশরাফির মনটা আর্দ্র হয়ে ওঠে। নিহত সেনা সদস্যদের ছবি নিজের প্রোফাইলে তুলে দিয়েই মাশরাফি লিখেছেন, ‘উদ্ধার কাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি-ফাইনাল বৃহস্পতিবার। এজবাস্টনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন