পিরোজপুরের ইন্দুরকানিতে কৃষি কার্যক্রম ও উন্নয়ন বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন
বৃহস্পতিবার (৫জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার ১নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন পিরোজপুর জোন-এর উদ্যোগে কৃষকদের কৃষি তথ্য সরবরাহের লক্ষ্যে কৃষি পাঠশালা কর্মসূচির আওতায় কৃষি কার্যক্রম ও উন্নয়ন বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
১৯৮৪ সাল থেকে মানবাধিকার সুরক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশের অন্যতম বৃহৎ অলাভজনক এবং অরাজনৈতিক বেসরকারি উন্নয়ণ সংস্থা উদ্দীপন। অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীরকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে উদ্দীপন সমাদৃত ও জনপ্রিয় একটি নাম।
কৃষকদের দোরগোড়ায় কৃষির আধুনিক তথ্য ও প্রযুক্তি যথাসময়ে পৌঁছে দেয়া এবং কৃষির উৎপাদন বৃদ্ধি করাই কৃষি পাঠশালা কর্মসূচির প্রধান উদ্দেশ্য।
ধান, গম, ভুট্টা, আলু, শাক-সবজিসহ অন্যান্য ফসলের জাত নির্বাচন, বীজতলা তৈরি, বীজ বপন ও বীজতলার যত্ন, রোপনের জন্য জমি তৈরি, চারা রোপন, আগাছা দমন, সেচ ব্যবস্থাপনা, পোকামাকড় ও রোগ-বালাইদমন, ফসল কর্তন ইত্যাদি বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।
উদ্দীপন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী কৃষিবিদ সুভাষ চন্দ্র দের সভাপতিত্বে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: কামরুজ্জামান শাওন তালুকদার, চেয়ারম্যান ১নং পাড়েরহাট ইউনিয়ন পরিষদ, মো: ইলিয়াস খান, ইউপি সদস্য ৭নং ওয়ার্ড, বিশ্ব অধিকারী শাখা ব্যবস্থাপক, লে: কমান্ডার মোয়াজ্জেম হোসেন শাখা, পাড়েরহাট।
প্রদর্শনী শেষে ফসলের রোগবালাই ও পোকামাকড়ের সমস্যা নিয়ে প্রশ্ন উত্তরের আয়োজন করা হয় এবং কৃষকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। এলাকার কৃষকরা পরবর্তীতেও এমন কৃষি বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শনী আয়োজনের অনুরোধ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন