পিরোজপুরের ইন্দুরকানিতে পোড়ানো হলো ২০ হাজার মিটার জাল
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য জাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ এবং জাকটা নিধন রোধ ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন সংক্রান্ত অভিযান এর ৩য় ধাপে ইন্দুরকানি উপজেলার কচাঁ ও বলেশ্বর নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট/অভিযান চালিয়ে ২০হাজার মিটার বেড় জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে।
শুক্রবার (০৬ জানুযারি) সকাল ১০.১৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ইন্দুরকানি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে জালগুলো জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।
ইন্দুকানি উপজেলা মৎস্য অফিসার তপন কুমার বেপারী ও পাড়েরহাট নৌ ফাঁড়ির এসআই (নি:) মো: জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে বলেশ্বর ও কচাঁ নদী থেকে ১৫ হাজার মিটার বেড় জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বলেশ্বর নদীর পাড়ে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। অভিযানে পিরোজপুর জেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো: এনামুল হক, ইন্দুরকানি উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো: আইনুল নিশাত ও পাড়েরহাট নৌ পুলিশ অংশ নেন।
অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। উপজেলা মৎস্য অফিসার তপন কুমার বেপারী ও পাড়েরহাট নৌ ফাঁড়ির এসআই (নি:) মো: জাহাঙ্গীর আলম উপস্থিত জেলেদের উদ্দেশ্যে বলেন, উন্মুক্ত জলাশয়ে কোন ধরনের অবৈধ জাল ফেলে মাছ ধরা যাবেনা। কেউ আইন অমান্য করে মাছ ধরলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন