পিরোজপুরের উমেদপুরে বাসের ধাক্কায় নিহত ১
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
জানাযায়, পিছন দিক থেকে আসা বনফুল পরিবহনের একটি বাস সজোরে মটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে এ হাতাহতের ঘটনা ঘটে। নিহত মারুফ তালুকদার (২৬) ইন্দুরকানি উপজেলার টগড়া গ্রামের মাওঃ মো: আব্দুস ছালাম তালুকদারের ছেলে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে মারুফ তালুকদার মোটরসাইকেল যোগে পাড়েরহাট বাজার থেকে ডিম ও ঔষধ কিনে তাদের বাড়ি টগড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
এসময় উমেদপুর গ্রামে পিছন দিক থেকে আসা বনফুল পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। তৎক্ষনাৎ মারুফ তালুকদার তার মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়ে।
এসময় আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল ও পরে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে বাগেরহাট পৌছালে মারুফ তালুকদারের মৃত হয়। এঘটনায় ঘাতক বাসের চালক ও হেলপারসহ বাসটিকে জব্দ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন