পিরোজপুরের মঠবাড়িয়ায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আলগি পাতাকাটা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নারী সহ ৩ জন জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে গুরুতর জখম নাসির আকনকে বরিশালে রেফার করা হয়েছে। শাহিনুর নামে এক নারীর মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে।অন্তঃসত্ত্বা নারী আসমাকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। বর্তমানে তারা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (২৪ মে) বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ আহতদের জবানবন্দি সহ জখমের ছবি সংগ্রহ করেছে।

প্রতিপক্ষরা হলো- ওই একই এলাকার মৃত লতীফ আকনের পুত্র জাহাঙ্গীর আকন, ইউনুস আকন, লাইলী বেগম এবং লাখি আক্তার।

জানা গেছে, জাহাঙ্গীর আকন মাঠের নাল জমিতে জমি কিনে বাড়ি তৈরি করে।কিন্তু রাস্তায় ওঠার জন্য কোন পথের জমি না থাকায় সে হামিদ আকনের সহযোগিতা চায়।ওইখানে হামিদ আকনের জমি থাকায় সে জাহাঙ্গীরকে ওই জমির বাড়ির চলাচলের রাস্তা তৈরি করার সুযোগ দেয়।কয়েক বছর পর জাহাঙ্গীর ওই জমি নিজের বলে দাবি করে গাছপালা লাগায়।ঘটনার দিন কলাগাছ লাগানো নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জাহাঙ্গীর গং লোকজন নিয়ে নাসির আকনদের ওপর হামলা চালায়।

স্থানীয় ইউপি সদস্য নাসির ফরাজী জানান,উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। একপর্যায়ে এ নিয়ে মারামারির সৃষ্টি হয়েছে।

মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই আরিফুল ইসলাম জানান,লিখিত অভিযোগ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য জাহাঙ্গীর আকনদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।