পিরোজপুরের মঠবাড়িয়ায় দূর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দূর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় থানা কম্পাউন্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এ্যান্ড অপারেশন) মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম – সেবা।
পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান পিপিএম সেবার সভাপতিত্বে এবং মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, এসিল্যান্ড সাখাওয়াত জামিল সৈকত।
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সাথে আইন শৃঙ্খলা বাহিনীর এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পঙ্কজ সাওজাল, ডাঃ সুদিপ হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগের ওসি আসলাম উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস একটি টিম উপস্থিত ছিলেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে তাদের বৃহত্তম শারদীয় দূর্গাৎসব পালন করতে সেজন্য পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সংস্থা সজাগ থাকবে।আজ থেকে মনিটরিং জোরদার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন