পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসন ও প্রার্থীদের মতবিনিময় সভা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের টিটিসি হলে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল বিভাগীয় প্রশাসন ও মঠবাড়িয়া উপজেলার ৪টি ইউনিয়নের প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা,আইন শৃঙ্খলা পরিস্হিতি স্বাভাবিক রাখা ও নির্বাচন সংক্রান্ত সরকারী দিক নির্দেশনা প্রার্থীদের অবগত করার জন্য এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ বাহিনীর বরিশাল বিভাগের রেঞ্জ ডিআইজি মোঃ আক্তারুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব -৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর,পিরোজপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

বক্তারা বলেন,৫ জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। ইতোমধ্যে প্রতিটি নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। র‍্যাবের গোয়েন্দা টিমের মনিটরিং জোরদার করা হয়েছে।