পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জহিরুল ইসলাম নামে ওই ব্যবসায়ী পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইসগেট এলাকার জামাল শরীফের ছেলে।
বাগেরহাট থেকে পাথরঘাটা নিজ বাড়িতে আসছিল তারা।মোটরসাইকেলযোগে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়া থানাধীন সাফা এলাকায় রাস্তার পাশে রাখা একটি ট্রলির পিছনে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
স্হানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলের মৃত্যু নিশ্চিত করেন। গুরুতর আহত শহীদুল ইসলাম নামে আরেকজনকে বরিশাল শেবাচিমে রেফার করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ভুক্তভোগীরা দুর্ঘটনার শিকার হয়েছে। এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন