পিরোজপুরের মঠবাড়িয়া রাজ্জাক ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা হাজী আব্দুর রাজ্জাক ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
খোঁজ নিয়ে জানাগেছে, রাজ্জাক ক্লিনিকের মালিকের নাম আব্দুর রাজ্জাক। গরীব রোগীদের কম টাকায় সিজার অপারেশনের প্রলোভন দেখিয়ে ক্লিনিকে ভর্তি করা হয়। উপযুক্ত মেশিন ও দক্ষ টেকনোলজিস্ট না থাকলেও অপারেশনের আগে তৈরি করা হয় ভুয়া টেস্টের কাগজ। আর এ কাগজ অন কলের চিকিৎসককে দেখিয়ে চালানো হয় রোগীর শরীরে অস্ত্রোপাচার।
জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার তুষখালী ছোট মাছুয়া গ্রামের ছগির গাজীর স্ত্রী ফাতিমা বেগমকে ১৩ ফেব্রুয়ারি ক্লিনিকটিতে ভর্তি করা হয়। ওই দিন রাতে সিজার অপারেশনের পর থেকেই ফাতিমা অসুস্থ হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৩ ফেব্রুয়ারি ক্লিনিক থেকে তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠানো হয়। ক্লিনিকের পরামর্শে বাড়িতে বসেই চলে চিকিৎসা। এতে অবস্থার আরও অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ ওই রোগীকে বরিশাল শেবাচিমে নেওয়ার পরামর্শ দেয়। ৪ মার্চ বরিশালে নেওয়ার পরের দিন দুপুরের দিকে ফাতিমা নামের ওই রোগী মারা যায়।
ক্লিনিকের মালিক আব্দুর রাজ্জাক জানান,এ নিয়ে স্থানীয় পর্যায়ে শালিসি বৈঠক চলমান আছে।
এ ব্যাপারে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী জানান,বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন