পিরোজপুরে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সাদিয়া আফরোজ দোলা র‍্যাবের হাতে গ্রেফতার

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পিরোজপুরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী সাদিয়া আফরোজ দোলা (৩০) কে গ্রেফতার করেছে সিপিএসসি, র‍্যাব- ৮।

গ্রেফতারকৃত আসামি মোসা: সাদিয়া আফরোজ দোলা (৩০), পিতা- মৃত জাহাঙ্গীর শেখ, সাং-দক্ষিণ মাছিমপুর, থানা: পিরোজপুর সদর, জেলা: পিরোজপুর’ এর বিরুদ্ধে পিরোজপুর জেলার সদর থানায় একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে। যার জি আর নং-২৬৪/১৮, সেশন-০৫/১৯।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ (সংশোধনী ২০০৪) এর ১৯(১) এর টেবিল ৩(খ) ধারায় বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে উক্ত আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরোও ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র‍্যাব-৮ এর আভিযানিক দল পিরোজপুর সদর থানাধীন এলাকা হতে উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।