পিরোজপুরে গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে পাড়েরহাটে সদস্যদের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুর জেলার পাড়েরহাট ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় শীতার্ত সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মামুনুর রশীদ প্রোগ্রাম অফিসার পিরোজপুর এরিয়া ও মো: আবুল কাসেম গাজী শাখা ব্যবস্থাপকসহ শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রোগ্রাম অফিসার মো: মামুনুর রশীদ আওয়ার নিউজকে বলেন, পর্যায়ক্রমে সকল সংগ্রামী সদস্যদের মাঝে এই কম্বল বিতরণ করা হবে। এছাড়াও পিরোজপুরের বিভিন্ন শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন