পীরগঞ্জের ১০ নৌকার মাঝির মধ্যে ২জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে একটি কেন্দ্র ছাড়া অন্যান্য সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে এবং শান্তিপুর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পাঁচগাছি ইউনিয়নে পাঁচগাছি নাইয়ার বাজার কেন্দ্রে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের গাড়িসহ ব্যালট পেপারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ে নৌকা প্রতীক ১ হাজার ৩’শ ৯৮ ভোট বেশী পেলে আনারস প্রতীকের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়। বাকি ৯ ইউনিয়নে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- চৈত্রকোল ইউনিয়নে আরিফুজ্জামান শাহ্ (নৌকা), ভেন্ডাবাড়ি ইউনিয়নে মোঃ সাদেকুল ইসলাম (নৌকা), বড়দরগাহ ইউনিয়নে মাফিয়া আকতার শীলা (আনারস), কুমেদপুর ইউনিয়নে সাংবাদিক আমিনুল ইসলাম (নৌকা), মদনখালী ইউনিয়নে নুর মোহাম্মদ মঞ্জু (চশমা), টুকুরিয়া ইউনিয়নে আতাউর রহমান (নৌকা), সানেরহাট ইউনিয়নে মেসবাহুর রহমান (নৌকা), চতরা ইউনিয়নে এনামুল হক শাহীন (নৌকা) ও কাবিলপুর ইউনিয়নে রবিউল ইসলাম রবি (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাত সাড়ে ৮টায় ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভেন্ডাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় সেন্টারে সংরক্ষিত মহিলা সদস্যের ফলাফলকে কেন্দ্র করে অপর মহিলা সদস্যের সমর্থকরা পুলিশের উপর হামলা চালালে পুলিশ পাল্টা ৭/৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।