পুতিন আমার ‘বেস্ট ফ্রেন্ড’: চীনা প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বিবিসির।
বাণিজ্যের প্রসার ঘটাতে ও দুই দেশের মধ্যে সম্পর্কের জোরদার করতে তিন দিনের সফরে রাশিয়ায় অবস্থান করছেন শি।
শি এমন সময় রাশিয়া সফরে গেলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ‘চরম বাণিজ্য যুদ্ধ’ চলছে।
বুধবার রাশিয়া পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে শি বলেন, গত ছয় বছরে আমরা ৩০ বারের বেশি দেখা করেছি। রাশিয়া একমাত্র দেশ যেখানে আমি এতবার এসেছি।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিন আমার বেস্ট ফ্রেন্ড এবং কলিগ।
এসময় পুতিনও চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অভূতপূর্ব স্তরে পৌঁছানোর জন্য সন্তুষ্ট বলে জানান।
এছাড়া চীন ও রাশিয়ার মধ্যে সামরিক ও অর্থনৈতিক খাতে পরস্পরের সহযোগিতা ভবিষ্যতে আরো গভীর হবে বলে দেশ দুইটি অঙ্গিকার করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন