রাজধানীর ফাঁকা রাস্তায় পাল্লা দিতে গিয়ে সংঘর্ষ, বাসে আগুন

ফাঁকা রাস্তা তবুও পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুই বাসের সংঘর্ষে রাজধানীতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাস দু’টির দুর্ঘটনার কবলে পড়েছে একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি প্যাডেলচালিত রিকশাও। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে বয়েজ বাংলা স্কুলের সামনে পরীস্থান ও খাজাবাবা পরিবহনের দু’টি বেপরোয়া বাস পাল্লাপাল্লি করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা তখন বাস দু’টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বাস দু’টি সড়কে পাল্লাপাল্লি করে চলছিল, একটি আরেকটিকে ওভারটেক করতে গেলে এর চাপায় পড়ে যায় একটি সিএনজি ও একটি রিকশা। তখন চারটি বাহন সংঘর্ষে জড়ায়। এতে ওই পাঁচজন আহত হয়েছেন। তখন জনতা চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে জনতা। গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট।