পুতুল পুতুল গড়ন! সুন্দর ফুটফুটে এই মিষ্টি মেয়েটি কে?

পুতুল পুতুল গড়ন! কে এই মিষ্টি মেয়েটি? সুন্দর ফুটফুটে মেয়েটির নাম লুলু হাসিমোতো। থাকে জাপানে। লুলুকে তৈরি করেছেন ২৩ বছরের এক ফ্যাশন ডিজাইনার হিতোমি কোমাকি।

নানা ধরনের পোশাকে খুবই সুন্দর লাগে লুলুকে। যে পোশাকগুলি তৈরি করেন হিতোমিই। কিন্তু, নানা পোশাক থাকা সত্ত্বেও, লুলুর একটি ফুল বডি স্যুট রয়েছে। শুধুমাত্র পোশাকই নয়, লুলু ব্যবহার করে ডিজাইনার স্টকিংস, যেগুলো বানিয়েছে অন্য এক ফ্যাশন ডিজাইনার কোহ উএনো।

লুলুর ব্যবহৃত পোশাক পরেছেন সে দেশের নামি মডেলরাও, জানিয়েছেন হিতোমি কোমাকি। জাপানের মিস আইডি বিউটি প্যাজেন্ট-এ এবারে ভাগ নিয়েছে লুলু। এবং ৪০০০ প্রতিযোগীর মধ্যে, ১৩৪ জন স্থান করে নিয়েছে সেমি-ফাইনালিস্ট হিসেবে। যার মধ্যে অবশ্যই রয়েছে লুলু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ৩-ডাইমেনশন কম্পিউটার গ্রাফিক্স, এই বিউটি প্যাজেন্ট-এই অংশগ্রহণ করেছে লুলু।

কারণ, সে একটি পুতুল। এবং এই ধরনের সৌন্দর্য প্রতিযোগিতা এই প্রথম। নন-হিউম্যান এই সুন্দরী প্রতিযোগিতার সেরার ঘোষণা করে হবে এ বছরের নভেম্বর মাসে। ইতিমধ্যেই, টুইটার ও ইনস্টাগ্রামে হাজার হাজার ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে লুলুর।