ভারতের এই অস্ত্রগুলি দুই দেশের কাছে চিন্তার কারণ

অর্থনৈতিক শক্তি যতটা শক্তিশালী, ততটা শক্তিশালী ভারতের সেনাবাহিনীও৷ ভারতের সেনারা, বিশ্বের সেরা পাঁচটি সেনাবাহিনীর অন্যতম৷

বিশ্বের সবথেকে বেশি অস্ত্র আমদানি কারক দেশ হল ভারত৷ তবে উল্লেখযোগ্য বিষয় এই যে ভারতের এইসব অস্ত্রে সবথেকে বেশি চিন্তিত চিন এবং পাকিস্তান৷ ভারতের কোন কোন অস্ত্র এই দুই দেশের কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে দেখে নেওয়া যাক…

►সুখোই ফাইটার বিমান: সুখোই ফাইটার জেট ইন্ডিয়ান এয়ারফোর্সের অন্যতম শক্তিশালী ফাইটার প্লেন৷ রাশিয়া থেকে এটি ভারত আমদানি করে৷ ৪০০০কিলোমিটারের থেকে বেশি উড়তে সক্ষম এই সুখোই ফাইটার বিমান৷ একইসঙ্গে ৮০০০কিলোগ্রাম অস্ত্র বহন করতে পারে এই বিমান৷ সুখোই-৩০এমকেই-তে এমন প্রযুক্তি রয়েছে যা বিশ্বের অন্য কোনও ফাইটার প্লেনের কাছে নেই৷

►ব্রহ্মোস: ভারত এবং রাশিয়ার যৌথ প্রচেষ্টার ফল এই ব্রহ্মোস৷ প্রতি ইউনিটে এর মূল্য ২০কোটি টাকা৷ ভারত তথা বিশ্বের সবথেকে আধুনিক ক্রুজ মিসাইল এটি৷ বিশ্বের কোনও মিসাইল এই শক্তিশালী ব্রহ্মোসের সঙ্গে মোকাবিলা করে উঠতে পারবে না এমনটাই মত অনেকের৷

►আইএএএস চক্র ২: এটি রাশিয়া নির্মিত পারমাণবিক ক্ষমতাসম্পন্ন একটি সাবমেরিন৷ ২০১২সালে একে ভারতীয় নৌসেনাতে যুক্ত করা হয়৷ এটি ভারতের ঝুলিতে আসা মাত্রই ভারত, সাবমেরিন রয়েছে এমন ছ’টি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হয়ে ওঠে৷ মূলত কে-১৫২ নেরপা নামের অকুলা-২ শ্রেণীর এই সাবমেরিনটি রাশিয়ার থেকে আমদানি করে ভারত৷

►আইএসএস বিক্রমাদিত্য: ভারতের সবথেকে বড় এয়ারক্রাফট কেরিয়ার হল এই আইএনএস বিক্রমাদিত্য৷ ভারতীয় নৌসেনায় এটি যুক্ত হওয়ার পর নৌসেনা আরও শক্তিশালী হয়ে ওঠে৷ এটি ২৮৩.৫মিটার দীর্ঘ, সমুদ্রে যার অবাধ বিচরণ৷

►পি ৮১নেপটিউন: এই পি ৮১নেপটিউন খুবই শক্তিশালী এবং যে কোনও এয়ারক্রাফ্টের থেকে অনেক এগিয়ে৷ ২০০০হাজার কিলোমিটারের মিশনে এই নেপটিউন ৪ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম৷ এতে অত্যাধুনিক ব়্যাডারও রয়েছে৷

►টি-৯০এস ভীষ্ম: ভারতীয় সেনার অন্যতম শক্তি এই টি-৯০এস ভীষ্ম৷ ৫কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম এই ট্যাংকে কোনওরকম রাসায়নিক বা বায়োলজিক্যাল অথবা রেডিওঅ্যাক্টিভ অ্যাটেকের প্রভাব পড়বে না৷ এই ট্যাংকটি এমন ভাবে তৈরি করা হয়েছে যার গায়ে কোনও বোমা ধাক্কা লাগা মাত্রই শক্তিহীন হয়ে যাবে৷ এর ওজন ৪৮টন৷ –কলকাতা২৪