পেট্রাপোলে ধর্মঘট, বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

ভারতের পেট্রাপোল বন্দরে কাস্টমসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সে দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন অনির্দিস্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।

ফলে সোমবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ২ দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে ২ দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আমদানি রফতানির ক্ষেত্রে ভারতের পেট্রাপোল কাস্টমসে ঘুষসহ বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বাণিজ্য ব্যহত হচ্ছিলো। বিষয়টি নিরসনে সেখানকার ব্যবসায়ীরা কাস্টমসকে অনুরোধ জানিয়ে আসছেন। কিন্তু কাস্টমস ব্যবসায়ীদের অভিযোগ পাত্তা না দেয়ায় বাধ্য হয়ে তারা ধর্মঘট ডাক দেয়।

বেনাপোল কাস্টমস স্পেশাল গ্রুপের সুপারিনটেনডেন্ট গোলাম মুর্তজা জানান, ভারতীয় কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দের কারণে বেনাপোল বন্দর দিয়ে ২ দেশের মাঝে আমদানি রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠা-নামা ,খালাশ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, এই বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা রয়েছে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক। এতে মাছ, পিয়াজ, ঝাল, পানসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।