পৌরসভার জন্য জনঘনত্ব হতে হবে বর্গকিমিতে দুই হাজার

কোনো পল্লী এলাকাকে পৌর কিংবা শহর ঘোষণার ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হতে হবে প্রতি বর্গকিলোমিটারে দুই হাজার। এই শর্তে পৌরসভা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সংসদ।

এতদিন কোনো এলাকাকে পৌরসভা ঘোষণা করতে হলে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব গড়ে দেড় হাজার হতে হতো। আইন সংশোধনে তা বাড়িয়ে দুই হাজার করা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বৃহস্পতিবার ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২২’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি পাসের প্রতিবাদে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ ওয়াকআউট করেন। তবে কিছু সময় পর তিনি সংসদ কক্ষে ফিরে আসেন।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

আইন সংশোধনে পৌরসভার সচিব পদের নাম বদলে ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ করা হয়েছে।