প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান ৬৯ জন

প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৯ হাজারের বেশি প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এ তথ্য জানান।

১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে প্রথম ধাপে ভোট হবে ১১ এপ্রিল।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ মার্চ মনোনয়ন জমার শেষ সময় ছিল; বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ সময় ছিল বুধবার।

ইসির এই কর্মকর্তা জানান, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রত্যাহার করেছেন ১০৫২ জন। এখন প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯,২১২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১,৪৩৭ জন, সাধারণ সদস্য পদে ১৩,৫৯৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪,১৮১ জন লড়াইয়ে রয়েছেন।

এ ধাপে চেয়ারম্যান পদে প্রত্যাহার করেছেন ২৭২ জন, সাধারণ সদস্য পদে ৬৮৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৫ জন প্রত্যাহার করেছেন।
প্রার্থিতা প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় তিন পদে ১৩৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৬৯ জন চেয়ারম্যান; সাধারণ সদস্য পদে ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন রয়েছেন।

পাঁচ বছর আগে অন্তত ২১২ জন ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলে।

চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। আওয়ামী লীগসহ ১১টি দল ভোটে থাকলেও বিএনপি অংশ নিচ্ছে না এবার।

বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রতীক বরাদ্দের পরে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা।